ঢাকাঃ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ। তারা সচিবালয় ও এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবিতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে তাদের সচিবালের প্রধান গেটের ঠিক উল্টো পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে অবস্থান করতে দেখা গেছে। সোমবার রাত ১১টায় রাজধানীর শাহবাগের জুলাই মঞ্চের স্থায়ী মঞ্চ থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।
এসময় তারা সচিবালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে বলে জানান।
জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার বলেন, ফ্যাসিবাদী আমলারা বাংলাদেশকে অচল করার জন্য নীলনকশায় মেতে উঠেছে। নতুন করে ফ্যাসিবাদকে নিয়ে আসার জন্য তারা নীলনকশা অঙ্কন করেছে। জুলাইয়ের একটা যোদ্ধা জীবিত থাকতে তাদের এই নীলনকশা বাস্তবায়ন করতে দেবে না।
তিনি বলেন, এসব কর্মকর্তা-কর্মচারীকে উৎখাত করা না হলে আমরা প্রয়োজনে সব ছাত্র এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি নেবো।
তিনি বলেন, আমরা এর আগের ফ্যাসিবাদদের তালিকা প্রকাশ করেছি। ওই সময় তিন দিনের সময় দিয়েছিলাম তাদের উৎখাত করার জন্য কিন্তু সরকার সেটা করেনি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.