নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ র্যাবকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, র্যাবকে পুনর্গঠন করতে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গরুর হাটে চাঁদাবাজি বন্ধে প্রতি হাটে ১০০ আনসার রাখতে হবে। যাত্রীরা নির্বিঘ্নে যেন যেতে পারে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। রাস্তায় যেন চাঁদাবাজি না হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.