পিরোজপুরঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার জরিপেরচর গ্রামের দেলোয়ার হোসেন মৃধা (দেলোয়ার মাস্টার) কে ফ্যাসিস্ট সরকারের দোষর, মামলাবাজ আখ্যা দিয়ে ও তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গ্রামবাসি। সোমবার (২৪ মার্চ) বিকেলে ওই জরিপেরচর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বেতমোর রাজপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মনির হোসেন, বিএনপি সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক মর্তুজা হোসেন, ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক রাফসান রুম্মান, বিএনপি নেতা ইয়াকুব হোসেন, যুবদল নেতা হালিম খান, স্থানীয় বাসিন্দা, খলিলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেলোয়ার মাস্টার কারনে-অকারনে যে কারো বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি কমপক্ষে ২ ডজন মামলার বাদি। দেলোয়ার হোসেনকে আইনের আওতায় নেয়ার দাবি জানান। মানববন্ধনে দেড়শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত দেলোয়ার মাস্টার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে গত ৫ আগস্টের পর স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করছিলো। ওই চাঁদা না দেয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.