বাগেরহাটঃ বাগেরহাটে বেতন নির্ধারণের জন্য চাকুরীকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদির প্রাপ্যতায় অর্থ মন্ত্রণালয়ের পত্র প্রত্যাহারের দাবীতে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্মারকলিপি প্রদান করেছে।
সোমবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় প্রাথমিক শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার আহবায়ক সেখ আব্দুস ছত্তার, যুগ্ম-আহবায়ক মোঃ হারুন অর রশিদ, শিক্ষক নেতা বিকাশ চন্দ্র সাহা, মোঃ জাকির হোসেন, তালুকদার রেজাউল করিম, মোঃ ইব্রাহীম, শহিনুর করিম, রমলা রানী সাহা, আনোয়ারা বেগম, জিনদার আলী, রবিউল ইসলাম, জরিনা বেগম প্রমুখ বক্তব্য দেন। জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান তাদের দাবীগুলো শোনেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.