এইমাত্র পাওয়া

শিক্ষাবার্তা’য় সংবাদ: সেই ৬ শিক্ষকের এমপিও বন্ধে শোকজ করল মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ভাটি খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের পাঁচ শিক্ষক ও এক লাইব্রেরিয়ান নিয়োগের জালিয়াতি নিয়ে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশ এবং প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদনের আলোকে তাদের এমপিও কেন বন্ধ হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

গত ৫ মার্চ মাউশির বেসরকারি মাধ্যমিকের শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এই শোকজ করা হয়। 

চিঠিতে বলা হয়, “জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলাধীন ভাটি খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের ভূয়া নিয়োগ ও কাগজপত্র তৈরি করে শিক্ষক এমপিওভুক্ত করা হয়েছে মর্মে শিক্ষাবার্তা ডটকমে প্রতিবেদনের প্রেক্ষিত উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ সুত্রোক্ত স্মারকে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের মন্তব্যে দেখা যায় যে, ভাটি খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ে নিয়োগকালীন সময়ে নবম শ্রেণি পাঠদান অনুমোদন ছিল না। ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির অতিরিক্ত শ্রেণি শাখা খোলার অনুমোদন পত্রটি সঠিক নয়। নিয়োগকালীন নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসেবে প্যাটার্ণে সংখ্যাগত প্রাপ্যতা ছিল না। অভিযুক্ত ০৫ জন শিক্ষক ( ১. মো: নুরুল আমিন আকন্দ, ২. মোঃ জাহিদুল ইসলাম, ৩, মোহাম্মদ মাসুদুর রহমান, ৪. ছাবিনা ইয়াসমিন, ৫. মর্জিনা আক্তার) এর নিয়োগ সম্পূর্ণ বিধি-বহির্ভূতভাবে সম্পন্ন হয়েছে এবং ৬. মিথুন খন্দকার এর যোগদান (তারিখ: ০৭/০২/২০২১) হতে মার্চ/২০২৩ পর্যন্ত হাজিরা যথাযথ নয় এবং ব্যানবেইস তালিকায় তার নাম নেই। কর্মরত অন্যান্য সহকারী শিক্ষক ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী তিনি ২০২৩ সালের মার্চ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। মিথুন খন্দকার এর নিয়োগ যথাযথ হয়নি।”

“এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে তদন্ত কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের আলোকে উল্লেখিত ছয়জন শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বিধি বর্হিভূত প্রতীয়মান হওয়ায় জনবল কাঠামো ২০২১ এর ১৮.১ ধারা অনুযায়ী কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

উল্লেখ্য, গত বছরের ১১ জুলাই “বকশীগঞ্জ: ২০ বছর পর স্কুলে আবির্ভূত হয়ে এমপিওভুক্ত হলেন ৫ শিক্ষক” শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশিত হলে জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয়। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.