ঢাকাঃ এইচএসসি (উচ্চমাধ্যমিক) পরীক্ষার ২০২৫ সালের ফরম পূরণ চলছে। গত ২ মার্চ থেকে চলছে ফরম পূরণ কার্যক্রম। আগামীকাল সোমবার (১০ মার্চ) পর্যন্ত চলবে ফরম পূরণ কার্যক্রম। ১১ মার্চ পর্যন্ত পরিশোধ করা যাবে ফি। গত বছরের তুলনায় এ বছর সব বিভাগের ফরম পূরণে ফি বৃদ্ধি করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপরোক্ত সময়ের পর বিলম্ব ফিসহ ১২ থেকে ১৭ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। ফি জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত। এবার বিজ্ঞান বিভাগে ফি ধরা হয়েছে ২ হাজার ৭৮৫ টাকা। গত বছর বিজ্ঞানের পরীক্ষার্থীদের সর্বোচ্চ ফি ছিল ২ হাজার ৬৮০ টাকা। ফরম পূরণ ফি এবার বেড়েছে ১০৫ টাকা। ব্যবসায় ও মানবিক বিভাগের ফি ২ হাজার ২২৫ টাকা। গত বছর এ দুই বিভাগে ফি ছিল ২ হাজার ১২০ টাকা।
এসএসসি ও এইচএসসিতে প্রতিটি বিষয় বা পত্রের পরীক্ষা হয় তিন ঘণ্টা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নম্বর বিভাজন অনুযায়ী, প্রতিটি পত্রে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
বাংলা, অর্থনীতি, হিসাববিজ্ঞান বা ইসলামের ইতিহাসের মতো তত্ত্বীয় বিষয়গুলোতে প্রতি পত্রে ৩০ নম্বরের বহুনির্বাচনি ও ৭০ নম্বরের সৃজনশীল প্রশ্ন হবে। তবে ইংরেজির প্রতিটি পত্রে মোট ১০০ নম্বরের সৃজনশীল পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বা ভূগোলের মতো ব্যবহারিক বিষয়গুলোর প্রতি পত্রে ২৫ নম্বরের ব্যবহারিক পরীক্ষা ও ৭৫ নম্বরের তত্ত্বীয় পরীক্ষা হবে। এ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ২৫ নম্বরের বহুনির্বাচনি ও ৫০ নম্বরের সৃজনশীল প্রশ্ন হবে।
মোট তিন ঘণ্টার মধ্যে প্রথম ৩০ মিনিট বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে হবে। আর বাকি ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে পরীক্ষার্থীরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.