এইমাত্র পাওয়া

রাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র বিভ্রাট, ভোগান্তিতে ভর্তিচ্ছুরা

নিজস্ব প্রতিবেদক।। জশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা নিয়ে দেশের পাঁচটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষার্থীরা আবেদনে কেন্দ্র চয়েজ করেও অনেকেই প্রত্যাশার চেয়ে ভিন্ন কেন্দ্র পেয়েছেন। অনেক শিক্ষার্থীর সিট পড়েছে অন্য বিভাগে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। দূরবর্তী কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে বাড়তি খরচ ও যাত্রার বিড়ম্বনায় হতাশ শিক্ষার্থীরা।

পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভাগীয় শহরের সরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

শিক্ষার্থীরা বলছেন, খুলনা বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থী চট্টগ্রামে আসন পেয়েছে। আবার রংপুর ও রাজশাহীর ভর্তিচ্ছুরাও চট্টগ্রামে আসন পেয়েছে। ঠাঁকুরগাওয়ের সীট চট্টগ্রামে পড়লে অসুবিধা বাড়বে।

এ বিষয়ে আইসিটি সেন্টারের পরিচালক ড. সাইফুল ইসলাম বলেন, ‘কিছু প্রতিষ্ঠানে আসন কম এবং সেখানে বেশি আবেদন এসেছে, আবার যেখানে আসন বেশি আছে সেখানে কম আবেদন হয়েছে। তাই মেরিট অনুযায়ী আসন বরাদ্দ করা হয়েছে। এখন এক শিফটে বিকল্প ব্যবস্থা নেওয়া খুব কঠিন, তবে ভবিষ্যতে এ ব্যাপারে কাজ করা হবে।’

আইসিটি সেন্টারের তথ্য অনুযায়ী, এ ইউনিটে ৯৬ হাজার ১৬২ জন, বি ইউনিটে ৪২ হাজার ৪৩৩ এবং সি ইউনিটে ৯৮ হাজার ৮২০ জন চূড়ান্ত আবেদন করেছেন। অভিন্ন পরীক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩০ হাজার ৯৪ জনে। পাঁচটি বিভাগীয় শহরে আটটি পরীক্ষার কেন্দ্র আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার ৭০০টি আসন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অগ্রণী স্কুলে ‘সি’ ইউনিটের জন্য অতিরিক্ত এক হাজার ৮০৮টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ২৬৩টি, খুলনা বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার ৫০টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ হাজার ৮০টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৭ হাজার ২০০টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৪১৯টি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাত হাজার ৩০০টি আসন বরাদ্দ করা হয়েছে।

আসন বিভ্রাট নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার অঞ্চল ভিত্তিক আসন বিন্যাস নিয়ে পরীক্ষার্থীদের একটি অংশ ও তাদের অভিভাকদের উদ্বেগের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় অধিকতর স্বচ্ছতা এবং শৃঙ্খলা বজায় রাখতে ভর্তি কমিটির সভায় শুধু এক শিফটে নির্ধারিত বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুযায়ী রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম এবং ঢাকায় মোট আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক্ষেত্রে একটি সমস্যা তৈরি হয়েছে, যেখানে কিছু প্রতিষ্ঠানে আসনসংখ্যা কম, অথচ সেখানে আবেদনকারীর সংখ্যা বেশি। আবার যেখানে আসনসংখ্যা বেশি, সেখানে আবেদনকারীর সংখ্যা কম। ফলে মেধার ভিত্তিতে আসন বিন্যাস করায় কিছু পরীক্ষার্থীর আসন তাদের প্রদত্ত পছন্দক্রম অনুসারে অন্য শহরে পড়েছে। এটি নিশ্চিত করে বলা যাচ্ছে যে, ভর্তি কমিটি এবং উপকমিটির গৃহীত নীতি অনুসারে যথাযথভাবে আসন বণ্টন হয়েছে। এর পরেও পরীক্ষার্থীদের একটি অংশের জন্য সমস্যা তৈরি হওয়ায় বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার (৬ মার্চ) জরুরি ভিত্তিতে ভর্তি উপকমিটির সভা আহ্বান করেছে।

উল্লেখ্য, আগামী ১২ এপ্রিলে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে রাবির এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল

শিক্ষাবার্তা /এ/০৬/০৩/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.