এইমাত্র পাওয়া

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয়ে ২ কলেজ শিক্ষকের কাছে ২ লাখ টাকা দাবি

ময়মনসিংহঃ জেলার ঈশ্বরগঞ্জ আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের দুই প্রভাষকের কাছে যুগ্ম সচিব পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এই বিষয়ে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী প্রভাষক মানিক চন্দ্র দেবনাথ।

অভিযোগে বলা হয়েছে, ২৭ ফেব্রুয়ারি বিকেলে অধ্যক্ষ মোস্তুফা কামাল প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদারকে ফোন করে একটি মোবাইল নম্বর দিয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের জয়েন সেক্রেটারি আপনাকে খুঁজছেন। তাড়াতাড়ি তাকে ফোন দেন। ওই সময় কলেজের অন্য প্রভাষক মানিক চন্দ্র দেবনাথকেও খুঁজছেন বলে উল্লেখ করেন।

অধ্যক্ষের দেওয়া নম্বরে ফোন করলে নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে মানিকের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। তা নাহলে সমস্যা হবে বলে হুমকি দেন। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় মোবাইলের কথোপকথনটি রেকর্ড করেন মানিক। পরে বিষয়টি নিয়ে অধ্যক্ষসহ অজ্ঞাত নম্বর উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।

মানিক চন্দ্র দেবনাথ জানান, বিভিন্ন সময় কলেজের শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ, শারীরিকভাবে শিক্ষকদের লাঞ্ছিত করাসহ কলেজে ব্যাপক অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের সব প্রভাষক মিলে ২৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ করা হয়।

তিনি বলেন, ‘সন্দেহ হচ্ছে, এর বদলা নিতেই তিনি ওই যুগ্ম সচিবেরর নাটকটি সাজিয়েছেন। তাদের বিরুদ্ধে কলেজ ফান্ডের প্রায় ১২ লাখ টাকা অবৈধ পন্থায় হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন অধ্যক্ষ।

অধ্যক্ষ মোস্তুফা কামাল বলেন, ‘আমাকে ময়মনসিংহ আঞ্চলিক অফিস থেকে একটি নম্বরে ফোন করা হয়। পরে ওই নম্বরটি তাকে দেওয়া হয়। নম্বরটি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের বলে জানানো হয়। পরে আমি ওই নম্বরে কথা বললে মন্ত্রণালয় থেকে দুই শিক্ষকের নম্বর চান। পরে আমি দুই শিক্ষককে ওই নম্বরে কথা বলতে বলি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, ‘শিক্ষকের অভিযোগটি পেয়েছি। তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে। এরপরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.