ঢাকাঃ সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশু সহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন কলেজে শিক্ষার্থীরা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ইডেন কলেজের বকুলতলায় এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, আমরা চাই, নতুন বাংলাদেশে কেউ যে আর ধর্ষণের শিকার না হয়। আমরা চাই. ভাইয়েরা-বোনেরা একসঙ্গে আন্দালন করবে, রাজপথে থাকবে, দেশ গড়বে।
তারা আরও বলেন, নতুন বাংলাদেশেও নারীরা ঘরে-বাইরে সব জায়গায নির্যাতিত। গত ২৪ ঘণ্টায় ১৭ নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে কিন্তু রাষ্ট্র কোন পদক্ষেপ নেয়নি। আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ার দখল করে বসে আছে, কিন্তু কাজের বেলা দেখি শূণ্য।
এদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীও সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
