নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদি মাসের এক তারিখের মধ্যে পরিশোধ করার ব্যাপারে দ্রতু পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আজাদ খান।
রবিবার সকাল ১১ টায় শিক্ষা ভবনে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাথে মতবিনিময় সভায় জোটটির পক্ষ থেকে মাসের এক তারিখের মধ্যেই বেতন-ভাতা পরিশোধের দাবি তোলা হলে তিনি একথা জানান।
মতবিনিময় সভায় বেসরকারি এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদি মাসের এক তারিখের মধ্যে পরিশোধ এবং ঈদের আগেই শতভাগ উৎসব ভাতাসহ ৯ দফা দাবি তুলে ধরেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন।
এ সময় শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে দাবি পূরণে যথাযথ কর্তৃপক্ষ এর সাথে আলোচনা করে সমাধান করার আশ্বস্ত করেন মহাপরিচালক অধ্যাপক ড. আজাদ খান।
মতবিনিময় সভায় মাধ্যমিক ও উল্লশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে আসীন হওয়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে অভিনন্দন জানান সংগঠনটির মহাসচিব। এ সময় যুগোপযোগী আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নতুন ডিজি অসামান্য অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে নয় দফা লিখিত দাবি তুলে ধরা হলে
১. বেসরকারি এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে।
২. ঈদের আগেই পুর্ণাঙ্গ উৎসব ভাতা দিতে হবে।
৩. শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদি মাসের এক তারিখে দিতে হবে।
৪. পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সকল পর্যায়ের কর্মচারীর এমপিওর জন্য আবেদনপত্র ও তাদের নিয়োগ বাতিল করতে হবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৫. অয়্যাক্ষ/উপাধ্যক্ষ/প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষকের বর্তমান নিয়োগ বিধি বাতিল করে নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান সমূহ) এর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারী অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা ২০১০ এর মার্চ থেকে ২০১৩ পর্যন্ত সংশোধিত নিয়োগ বিধান চালু করতে হবে।
৬. অবসর সুবিধা/কল্যাণ ট্রাস্টের ভোগান্তি বন্ধ করতে হবে। অবসর সুবিধা/কল্যাণ ট্রাস্টের কমিটি পুনঃগঠন করতে হবে।
৭.অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক, কর্মচারী নিয়োগ বোর্ডে থানা/উপজেলা শিক্ষা অফিসারকে বাদ দিলে হবে।
৮. অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারিদের অবসরের টাকা ৬ মাসের মধ্যে দিতে হবে।
৯. অন্যায়ভাবে বরখাস্তকৃত শিক্ষক-কর্মচারীদের চাকুরীতে পুনর্বহালের জন্য প্রজ্ঞাপন জারি এবং বকেয়াসহ বেতন-ভাতা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রেসিডিয়াম সদস্য মো: মাইনউদ্দীন, যুগ্ম মহাসচিব রোকেয়া চৌধুরী বেরী, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মো: সেলিম মিঞা, সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল কালাম আজাদ, যুগ্ম-মহাসচিব এ এইচ এম সায়েদুজ্জামান, সহকারী মহাসচিব অধ্যাপক বদরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নাজমা হোসেন লাকী, সাংগঠনিক সম্পাদক বিপাসা ইয়াসমিন, অধ্যাপক মো: ফিরোজ, মো: মুশফিকুর রহমান, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক আ: আওয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি মাউশি দিজি পদে বহুল আলোচিত সমালোচিত ও পাঁচ আগস্টের বিতর্কিত কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ডিজি পদে অধ্যাপক ড. এহতেশাম উল হককে পদায়ন করলে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের ধারাবাহিক আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করে ওএসডি করা হয় এবং অধ্যাপক ড. আজাদ খানকে মাউশির নতুন ডিজি পদে পদায়ন করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.