এইমাত্র পাওয়া

জাতীয়করণ ও ঈদের আগেই শতভাগ বোনাসের দাবি, আশ্বাস দিলেন মাউশি ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদি মাসের এক তারিখের মধ্যে পরিশোধ এবং ঈদের আগেই শতভাগ উৎসব ভাতাসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সদ্য যোগদান করা মহাপরিচালক অধ্যাপক ড. আজাদ খানের নিকট ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট। এ সময় শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে দাবি পূরণে যথাযথ কর্তৃপক্ষ এর সাথে আলোচনা করে সমাধান করার আশ্বস্ত করেন মহাপরিচালক অধ্যাপক ড. আজাদ খান। 

রবিবার সকাল ১১ টায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব মো: জাকির হোসেনের নেতৃত্বে  শিক্ষা ভবনে মাউশি ডিজির সাথে মতবিনিময় সভায় নয় দফা লিখিত দাবি তুলে ধরেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন। 

মতবিনিময় সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে আসীন হওয়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে অভিনন্দন জানান সংগঠনটির মহাসচিব।  এ সময় যুগোপযোগী আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নতুন ডিজি অসামান্য অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে নয় দফা লিখিত দাবি তুলে ধরা হলে 

১. বেসরকারি এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে।

২. ঈদের আগেই পুর্ণাঙ্গ উৎসব ভাতা দিতে হবে।

৩. শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদি মাসের এক তারিখে দিতে হবে।

৪. পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সকল পর্যায়ের কর্মচারীর এমপিওর জন্য আবেদনপত্র ও তাদের নিয়োগ বাতিল করতে হবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৫. অয়্যাক্ষ/উপাধ্যক্ষ/প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষকের বর্তমান নিয়োগ বিধি বাতিল করে নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান সমূহ) এর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারী অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা ২০১০ এর মার্চ থেকে ২০১৩ পর্যন্ত সংশোধিত নিয়োগ বিধান চালু করতে হবে।

৬. অবসর সুবিধা/কল্যাণ ট্রাস্টের ভোগান্তি বন্ধ করতে হবে। অবসর সুবিধা/কল্যাণ ট্রাস্টের কমিটি পুনঃগঠন করতে হবে।

৭.অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক, কর্মচারী নিয়োগ বোর্ডে থানা/উপজেলা শিক্ষা অফিসারকে বাদ দিলে হবে।

৮. অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারিদের অবসরের টাকা ৬ মাসের মধ্যে দিতে হবে।

৯. অন্যায়ভাবে বরখাস্তকৃত শিক্ষক-কর্মচারীদের চাকুরীতে পুনর্বহালের জন্য প্রজ্ঞাপন জারি এবং বকেয়াসহ বেতন-ভাতা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রেসিডিয়াম সদস্য মো: মাইনউদ্দীন, যুগ্ম মহাসচিব রোকেয়া চৌধুরী বেরী,  প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মো: সেলিম মিঞা, সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল কালাম আজাদ, যুগ্ম-মহাসচিব এ এইচ এম সায়েদুজ্জামান, সহকারী মহাসচিব অধ্যাপক বদরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নাজমা হোসেন লাকী, সাংগঠনিক সম্পাদক বিপাসা ইয়াসমিন, অধ্যাপক মো: ফিরোজ, মো: মুশফিকুর রহমান,  অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক  আ: আওয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি মাউশি দিজি পদে বহুল আলোচিত সমালোচিত ও পাঁচ আগস্টের বিতর্কিত কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ডিজি পদে অধ্যাপক ড. এহতেশাম উল হককে পদায়ন করলে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের ধারাবাহিক আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করে ওএসডি করা হয় এবং অধ্যাপক ড. আজাদ খানকে মাউশির নতুন ডিজি পদে পদায়ন করা হয়। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.