নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১৯৯৮ সাল থেকে চার দলীয় জোট সরকারের শেষ পর্যন্ত নিয়োগ পেয়ে পরবর্তীতে পদোন্নতি বঞ্চিত হওয়া কর্মকর্তা-কর্মচারীদের তথ্য চেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) জারি করা এক নোটিশে তিন কর্মদিবসের মধ্যে এসব তথ্য জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এই নোটিশে সই করেছেন।
নোটিশে ছক সংযুক্ত করে বলা হয়েছে, ‘১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত হয়ে এখন পর্যন্ত কোনো পদোন্নতি পাননি, সে সকল বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির জন্য তথ্যাদি আগামী তিন কর্মদিবসের মধ্যে স্বাক্ষরকারীর দপ্তরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.