এইমাত্র পাওয়া

ঝালকাঠির একটি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ, প্রজেক্টর ও সাউন্ডবক্স চুরি

ঝালকাঠিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পূর্ব ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ল্যাপটপ, প্রজেক্টর ও সাউন্ডবক্স বেলঘণ্টা চুরি হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) বিষয়টি জানতে পারেন স্কুলের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন।

তিনি বলেন, চোরের দল চারটি আলমরির তালা ভেঙে জিনিসপত্র তছনছ করে। চুরির ঘটনা উপজেলা সহকারী শিক্ষা অফিসার, শিক্ষা অফিসার ও কাঁঠালিয়া থানার পুলিশকে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অফিস কক্ষের সামনের তালার কয়রা কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। সেখান থেকে একটি ল্যাপটপ, দু’টি প্রজেক্টর, সাউন্ডবক্স, একটি ব্লেজার বেলঘণ্টা চুরি করে নিয়ে যায় তারা। শুক্রবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে পুলিশ ও উপজেলা শিক্ষা অফিসে জানিয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানতে পেরেছি। এ ঘটনায় আমরা আইনের আশ্রয় নেব।’

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, বিষয়টি প্রধান শিক্ষক জানালে বিদ্যালয়ে পুলিশ পাঠানো হয়েছে। তারা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.