এইমাত্র পাওয়া

৩২ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের দাবি পিনাকীর

নিজস্ব প্রতিবেদক।। শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি-৩২ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের দাবি জানিয়েছেন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ দাবি করেন তিনি।

পিনাকী বলেন, ‘বুলডোজার ঢুকছে ৩২ নম্বরে। নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন যে যেইখানে আছেন আসুন। কাজ শেষ হলে একটা বেড়া দিবেন। একটা সাইনবোর্ড লাগাবেন। ওইখানে ৫ মে ২০১৩’র শহীদদের স্মৃতিতে একটা মসজিদ হবে। আলেমদের সাহায্য নিবেন কীভাবে মসজিদ নির্মাণ করা হবে। ইনকিলাব জিন্দাবাদ।’

এর আগে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র-জনতা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বুধবার রাত ৮টার দিকে এই ভাঙচুর শুরু হয়। সেখানে ছাত্র-জনতাকে হাসিনাবিরোধী স্লোগান দিতেও দেখা যায়।

রাত ১১টার পর ৩২ নম্বরের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। গভীর রাতে বুলডোজার দিয়ে ভাঙা হয় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি।

শিক্ষাবার্তা /এ/০৬/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.