এইমাত্র পাওয়া

বেরোবিতে ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে ৫ সদস্যের কমিটি বোর্ড গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনার জন্য ৫ সদস্যের চিকিৎকদের নিয়ে একটি কমিটি বোর্ড গঠন করা হয়েছে।

কমিটিতে ডাঃ মোখলেচুর রহমানকে আহ্বায়ক, ডাঃ মোঃ তোফায়েল হোসেন , ডাঃ আশফাকুর রহমান, ডাঃ মোঃ আব্দুল হাদী ও ডাঃ মোঃ আতিকুজ্জামানকে সদস্য করে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকাত আলী বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি সেই জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। ছাত্ররাই হচ্ছে গুরুত্বপূর্ণ স্টক হোল্ডার আর তাই আমরা রংপুর মেডিক্যালের চিকিৎসকদের সমন্বয়ে একটা কমিটি গঠন করেছি যাতে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে ৩৯ জনের আহতের লিস্ট আমরা পেয়েছি আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও যাবতীয় পরমর্শ দেওয়ার লক্ষ্যে এই কমিটি কাজ করবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.