দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেনীতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারী থেকে ৬ মার্চ ২০২৫ খ্রীঃ পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ২০২৫ পর্যন্ত ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের আবেদন ফি রাখা হয়েছে ১০০০ টাকা। স্থাপত্য বিভাগে ভর্তির জন্য অতিরিক্ত ২০০ টাকা পরিশোধ করতে হবে।
সর্বমোট ১৭৯৫ টি আসনসংখ্যার অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ১%, বিশেষ চাহিদাসম্পন্ন ২ জন, পোষ্য কোটা ১%, বিকেএসপি থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য ৫ টি এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য ৮০ টি আসন সংরক্ষিত হিসেবে রাখা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) ভর্তি কমিটি ২০২৫ এর সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। ২০২১ সালের পূর্বে মাধ্যামিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের অযোগ্য।
আবেদনের যোগ্যতা: A ও B ইউনিটের ক্ষেত্রে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে ৩.৫ সহ মোট ৮ থাকতে হবে। এগ্রিকালচার, ফিসারিজ, ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যুনতম `B` গ্রেড থাকতে হবে। C ও D ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান বা এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে ৩.৫ সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে। `O` এবং `A` লেভেল পাসকৃতদের জন্য `O` লেভেলে পাঁচটি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে `B` গ্রেড এবং `A` লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান/কৃষি বিজ্ঞানের মধ্যে তিনটি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে `B` গ্রেড পেতে হবে।
ভর্তি পরীক্ষার আবেদনঃ ০৯/০২/২০২৫ তারিখ থেকে ০৬/০৩/২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://hstu.ac.bd/admission/index) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীরা আগামী ১৩/০৪/২০২৫ তারিখ থেকে পরীক্ষা শুরুর আগ মুহুর্ত পর্যন্ত একই ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ডাউনলোডের পূর্বে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির সফটকপি আপলোড করতে হবে। পরীক্ষার দিন পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি এবং প্রবেশপত্র প্রিন্ট করে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সঙ্গে আনতে হবে।
ভর্তি পরীক্ষার তারিখঃ আগামী ২১/০৪/২৫ থেকে ২৪/০৪/২৫ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক বিস্তারিত সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে।
পরীক্ষা পদ্ধতিঃ ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর্কিটেকচার বিষয়ের ক্ষেত্রে অতিরিক্ত ৫০ নম্বরের ড্রয়িং পরীক্ষা দিতে হবে।
**ভর্তিসংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে ০১৭২৯২৬৬২৪৬, ০১৮২২০২৬২২২, ০১৫১৫২৫৬৮১০ হটলাইনে অথবা admission@hstu.ac.bd তে যোগাযোগের জন্য বলা হয়েছে। ভর্তির বিস্তারিত জানতে এবং আবেদন পদ্ধতির বিস্তারিত জানতে এখানে ক্লিক।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.