এইমাত্র পাওয়া

ঢাকায় ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজধানীর শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি বের করে সংগঠনটির নেতা কর্মীরা।

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও ক্যাম্পাস নিকটবর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখান বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম, ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ, ইবি শাখা শিবিরের ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক জাকারিয়া, ইবি শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত। সঞ্চালনা করেন সংগঠনটির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম। এছাড়াও সংগঠনটির অর্ধ শতাধিক নেতা কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে- “একদেশে দুই নীতি মানিনা মানবো না”, “ইবতেদায়ী জাতীয়করণ করতে হবে, করতে হবে”, “ আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই”, “ এটা আমাদের চাওয়া নই, এটা আমাদের অধিকার” সংবলিত ক্লা-কার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, ইবতেদায়ী শিক্ষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলো। এই শান্তিপূর্ন আন্দোলনে পুলিশ তাদের উপর অতর্কীত হামলা করে তাদেরকে আহত করেছে। শিক্ষকদের উপর ন্যাক্কারজনক এই হামলার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যারা এই হামলা চালিয়েছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের সাথে বসে এটার সমাধান করতে হবে।

তারা আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ইবতেদায়ী শিক্ষকরা বৈষম্যের শিকার হয়ে আসছে। বিগত ৫৪ বছর ধরে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। আমরা চাই এই অধিকার হারা শিক্ষকরা যেন তাদের অধিকার ফিরে পাই। আর এই বৈষম্যহীন বাংলায় যদি আবার তারা বৈষম্যের শিকার হয় তবে আমরা আবার আন্দোলন গড়ে তুলবো।

এ বিষয়ে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, ইবতেদায়ী শিক্ষকদের উপর যারা হামলা চালিয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের প্রতি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

তিনি আরো বলেন, এটি কোন ছাত্র জনতার আন্দোলন নই, এটি বাংলাদেশের তাওহীদী জনতার আন্দোলন। যারা বিগত ৪০ বছর ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে তাদের পক্ষের আন্দোলন। তাই যতো দিন পর্যন্ত ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ না হবে, ততোদিন পর্যন্ত এই আন্দোলন আমরা চালিয়ে যাবো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.