এইমাত্র পাওয়া

ছয় দফা দাবিতে শিক্ষকের অবস্থান কর্মসূচি

খাগড়াছড়িঃ ছয় দফা দাবি নিয়ে শিক্ষক সিরাজুল ইসলাম শাহ অবস্থান কর্মসূচি পালন করেন। সোমবার (২০ জানুয়ারি) সকালে থেকে ১ টা পর্যন্ত জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করতে দেখা যায়। তিনি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের সহকারী শিক্ষক।

তাঁর ছয় দফা দাবি সমূহ হলো:

১. যেহেতু আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ উদ্দেশ্য-প্রণোদিত এবং মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই এই মর্মে অঙ্গীকারনামা দিবেন যেন ভবিষ্যতে আর আমার কোনো ক্ষতি করবেন না আর ক্ষতি করার কথা কেউ যেন কল্পনাও না করতে পারে।

২. নিয়োগপত্রের এক (ক) ও দুই(খ) নম্বর শর্ত ৭(সাত) কার্যদিবসের মধ্যে বাস্তবায়ন করবেন। (ক) আপনার চাকুরি সম্পূর্ণ অস্থায়ী, পরবর্তীতে চাকুরি বিধি মোতাবেক নিয়মিত ও স্থায়ী করা হবে।( খ) সরকার কর্তৃক মঞ্জুর হলে আপনার স্কেল মোতবেক বেতন ভাতা প্রদান করা হবে। কোনো অবস্থায় তা দাবি করা যাবে না।

৩. যেহেতু ৩ (তিন) বছর থেকে এখন-অবধি সামাজিক এবং আর্থিকভাবে আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং হচ্ছি। সেই ক্ষতিপূরণ হিসাবে ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা দিবেন। তা না হলে আমার যে স্বপ্ন, যে বিশ্বাস ভেঙেছেন তা অক্ষত আমার কাছে ফিরিয়ে দিবেন আর আমার সাদা দিলে কালো দাগ দিয়েছেন তা তুলে দিবেন।

৪. শোকজ জবাবের ৩(তিন) নম্বর শর্তানুসারে ক্লাস পারফরমেন্সের জন্য ২০২৫ সালে বিএডে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

৫. যে অভিভাবকের জন্য আমার বিরুদ্ধে ডিডি স্যারের কাছে অভিযোগ দিয়েছেন সেই অভিভাবকসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন।

৬. অপনি যেহেতু স্বার্থহানিকর এবং সম্মানহানিকর কাজে লিপ্ত, মানুষের ক্ষতি করার কাজে লিপ্ত, সরকারের অর্থ অপচয়। করেন, শিক্ষক ও শিক্ষার্থীদের আমানুষিক নির্যাতন ও মিসগাইড করেন তথা দেশ ও জাতির ক্ষতি করেন, প্রতারণা করেন, শিক্ষককে রাস্তায় নামতে বাধ্য করেছেন, ঘুষ, দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রদ্রোহী কাজের সঙ্গে জড়িত, স্কুল পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তাই আপনি পদত্যাগ করবেন। সেই সাথে আমিও আপনার পদত্যাগ চাই।

তিনি বলেন, এমতাবস্থায় দাবিগুলো অতিদ্রুত বাস্তবায়ন করে আমাকে ক্লাসে ফিরিয়ে নিবেন। তা না হলে শিক্ষার্থীদের তথা দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হবে। সেই সাথে আমার কর্মবিরতি চলতে থাকবে। আর আমার কিছু হলে পুরো প্রতিষ্ঠান দায়ী থাকবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.