বান্দরবানঃ বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তাকে অধ্যক্ষর পদ থেকে অব্যহতির দাবিতে বান্দরবানে বিক্ষোভ করেছে বান্দরবান সরকারি কলেজে পড়ুয়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বান্দরবান সরকারি কলেজে পড়ুয়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অধ্যক্ষের রুমের সামনে অবস্থান করে এবং অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরীকে দ্রুত পদত্যাগ করে কলেজ ছেড়ে চলে যেতে আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী বিভিন্ন অনিয়মের সাথে জড়িত হয়ে শিক্ষা ব্যবস্থাকে দিন দিন ধ্বংস করছে।
শিক্ষার্থীরা আরো জানান, কলেজে পরিবহন খরচ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ৩-৪ শত টাকা নেওয়া হওয়া, কিন্তু স্থানীয় শিক্ষার্থীরা নিয়মিত গাড়িতে উঠতে পারছে না। শিক্ষার্থীরা জানান, যে শিক্ষকরা কলেজের শিক্ষা কার্যক্রম ভালোভাবে পরিচালনা করে তাকে অধ্যক্ষ সুকৌশলে বহিস্কার করে। কলেজের শিক্ষার্থীদের উপ-বৃত্তির টাকা আত্মসাৎ করা অধ্যক্ষের কাছে এক প্রকার নিয়মে পরিণত হয়েছে।
বান্দরবান সরকারি কলেজের দর্শন বিভাগের খন্ডকালীন শিক্ষক মো. আমান উল্লাহ জানান, নানাভাবে দুনীর্তিতে জড়িত হয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী। তাকে থামানো উচিত, শিক্ষার্থীদের পাশাপাশি তিনি কলেজের শিক্ষকদের সাথে চরম অনিয়ম করে যাচ্ছেন।
এদিকে কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের বিক্ষোভের সংবাদে ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম। তিনি এই ঘটনার সুষ্ঠ বিচার করা হবে বলে আশ্বস করে এবং যৌত্তিক দাবিগুলো লিখিত আকারে প্রশাসনের কাছে জমা দেয়ার আহ্বান জানান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.