এইমাত্র পাওয়া

বৃত্তিপ্রাপ্তদের তথ্য সংশোধন/হালনাগাদের সময়সীমা বেঁধে দিল মাদ্রাসা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় অধ্যয়নরত রাজস্ব খাতভুক্ত এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিভিন্ন পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত (মেধা ও সাধারণ) নিয়মিত ও বাউন্সব্যাককৃত শিক্ষার্থীদের রিপেমেন্টের জন্য ভুল তথ্য সংশোধন ও নতুন শিক্ষার্থীর তথ্য এমআইএস সিস্টেমে হালনাগাদকরণের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ১৯ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখের মধ্যে ভুল তথ্য সংশোধন/হালনাগাদ বা নতুন করে আবেদন করতে ব্যর্থ হবেন অর্থ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক তাদের অর্থ সরকারি কোষাগারে ফেরত যাবে।

মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরে উপ-পরিচালক (অর্থ) মোঃ আবুল বাসার  স্বাক্ষরিত চিঠিতে এতথ্য জানানো হয়। এর আগেই গত ৬ জানুয়ারি মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তির জন্য তথ্য হালনাগাদের নির্দেশনা দিয়েছিল অধিদপ্তর। 

চিঠিতে বলা হয়, অর্থ বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ‘এসপিএফএমএস’ কর্মসূচির ‘বিএসিএস’ এবং আইবাস প্লাস প্লাস  স্কিম কর্তৃক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগীদের অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে সরকারি কোষাগার হতে সরাসরি উপকারভোগীর ব্যাংক/মোবাইল অ্যাকাউন্টে প্রেরণ করা হয়। ২০২০-২১ হতে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতভুক্ত সকল ধরণের বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে অনলাইনে ইএফটি-এর মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে। যারা আগামী ১৯ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখের মধ্যে ভুল তথ্য সংশোধন/হালনাগাদ বা নতুন করে আবেদন করতে ব্যর্থ হবেন অর্থ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক তাদের অর্থ সরকারি কোষাগারে ফেরত যাবে।

এমআইএস সফটওয়ারে এন্ট্রির ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণীয়:

  • বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত ও ধারাবাহিকভাবে অধ্যয়নরত রয়েছে নিশ্চিত হয়ে তথ্য এন্ট্রি করা;
  • পাঠ বিরতি রয়েছে এরুপ শিক্ষার্থীর তথ্য এন্ট্রি না দেয়া;
  •  বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব খুলতে হবে;
  • শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে;
  • অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে;
  •  শিক্ষার্থীর পরীক্ষার আইডি/রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম ও সন সঠিকভাবে পূরণ করতে হবে:
  • বৃত্তির ক্যাটাগরি (মেধা ও সাধারণ) সঠিকভাবে পূরণ করতে হবে;
  • ব্যাংক, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে :
  • তথ্য প্রেরণের ক্ষেত্রে ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন
  • তথ্য এন্ট্রি দেয়ার শেষ সময় ১৯.০১.২০২৫ খ্রি. বিকাল ৫.০০ টা পর্যন্ত।
  • যে সকল শিক্ষার্থীগণ মাদ্রাসা থেকে বৃত্তি পেয়ে মাদ্রাসায় অধ্যায়নরত আছেন এবং স্কুল/কলেজ থেকে বৃত্তি পেয়ে মাদ্রাসায় অধ্যায়নরত আছেন শুধুমাত্র ঐ সকল শিক্ষার্থীগণ dme.finance.gov.bd লিংকে আবেদন করবেন।
  •  যে সকল শিক্ষার্থী মাদ্রাসা থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছেন তারা স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে মাধ্যিমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত লিংকে আবেদন করবেন।
  • ২০২০-২১ হতে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত যে সকল শিক্ষার্থীর বৃত্তির অর্থ বাউন্সব্যাক হয়েছে / আবেদন করেননি অথবা আবেদন অসম্পূর্ণ রয়েছে তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত লিংকে আবেদন সম্পূর্ণ/সংশোধন করতে হবে।
  •  যারা আগামী ১৯.০১.২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫.০০ টার মধ্যে আবেদন/ ভুল সংশোধন/হালনাগাদ করতে ব্যর্থ হবেন তাদের অর্থ সরাকরি কোষাগারে জমা বা ফেরত যাবে, সেক্ষেত্রে কোন অর্থ পূণরায় দাবী করতে পারবেন না ।
    এমতাবস্থায়, মাদ্রাসা প্রধান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে উল্লিখিত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ দ্রুত প্রেরণের সুবিধার্থে বর্ণিত তথ্যসমূহ আগামী ১৯.০১.২০২৫খ্রি. বিকাল ৫.০০ টার মধ্যে এমআইএস অনলাইন সফটওয়্যার dme.finance.gov.bd লিংকে প্রবেশ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য এন্ট্রি/হালনাগাদ/ভুল সংশোধনের জন্য অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.