নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন দিতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে ১১টি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ইএফটিতে বেতন-ভাতার টাকা পাবেন।
বুধবার (৮ জানুয়ারি) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, কারিগরি শিক্ষকদের ইএফটিতে বেতন দিতে গত ৩০ ডিসেম্বর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় পাইলটিং হিসেবে ১১টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়। তবে কোন কোন প্রতিষ্ঠানে শিক্ষকরা পাইলটিংয়ের আওতায় এসেছে তা জানায়নি অধিদপ্তর।
কারিগরি শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ‘শিক্ষক-কর্মচারীদের আইবাস++ এর মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য প্রয়োজনীয় ডাটা সংগ্রহ এবং ভেলিডেশনের জন্য টেমিসে প্রয়োজনীয় এনভায়রনমেন্টট ডেভলপ করা হয়েছে। টেমিসের মাধ্যমে আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবারের (১১ জানুয়ারি) মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের শিক্ষক-কর্মচারীদের তথ্য দিতে চিঠি পাঠানো হয়েছে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.