এইমাত্র পাওয়া

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক নুরুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:  বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন পেয়েছেন  অধ্যাপক মিঞা মো. নুরুল হক। তিনি বর্তমানে সরকারি মাদ্রাসা-ই আলিয়া, ঢাকার আরবি অধ্যাপক হিসেবে কর্মরত।

সোমবার (৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. কে. এম লুৎফর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০-এর ধারা ১৩(২) অনুযায়ী মিঞা মো. নুরুল হক (১৯৭০), অধ্যাপক আরবি, সরকারি মাদ্রাসা-ই আলিয়া, ঢাকাকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

৫ আগস্ট সরকার পালাবদলের পর দেশের ১১টি শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে রদবদলের প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণাল। এরমধ্যে শনিবার রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান পদায়ন দেওয়া হয়েছে।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.