এইমাত্র পাওয়া

দীর্ঘ ৩৪ বছর পর চাকসু নির্বাচন চলতি বছরের জুনে

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (চাকসু)। তবে এবার সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে শিক্ষার্থীদের। চলতি বছরের জুনেই হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। জুনে নির্দিষ্ট তারিখ নির্ধারণ ও নির্বাচনের রোড ম্যাপ তৈরির জন্য ইতোমধ্যে নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ ৫৫৭তম সিন্ডিকেট সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল তিনটায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন এক বিশেষ সাক্ষাৎকারে চাকসু নির্বাচনের বিষয়ে এ তথ্য জানান।

চাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশের জন্য ৭ সদস্যের একটি নীতিমালা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন। সদস্য সচিব হিসেবে আছেন কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ, চাকসু পরিচালক অধ্যাপক জাহেদুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.সাইফুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ।

চাকসু নির্বাচনের বিষয়ে উপ-উপচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, চাকসু নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আরো একটি কমিটি গঠন করা হয় সেটি হল চাকসু নীতিমালা প্রণয়ন কমিটি। নীতিমালা প্রনয়ন কমিটির আহবায়ক আমি নিজেই। আমরা ড্রাফট করতেছি এখন পর্যন্ত ৭০% শতাংশ নীতিমালা ড্রাফট হয়েছে। আমাদের ড্রাফট ফাইনাল হলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক এবং অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করব। আলোচনা শেষ করে চূড়ান্ত নীতিমালা প্রণয়ন করব। এর পরের সিন্ডিকেটে আমরা বিষয়টি উত্থাপন করবো।

তিনি আরো বলেন, নীতিমালার ভিত্তিতে যে কমিটি গঠন করে দেয়া হয়েছে তারা নির্বাচন নিয়ে কাজ করবে এবং তারা একটি আচরণ বিধি তৈরি করবে। আমরা নীতিমালা প্রণয়ন কমিটি এবং নির্বাচন পরিচালনা কমিটি করেছি এই কারণে যে আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার পরেই জুন মাসের দিকে একটা নির্বাচন করতে পারি। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা কাজ করছি।

এর আগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এর পর দীর্ঘ ৩৪ বছর অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা অজুহাতে করতে পারেনি ছাত্র সংসদ নির্বাচন। নতুন বছরে নতুন প্রশাসন এ নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের আশা- নেতৃত্ব সৃষ্টির আঁতুড়ঘর ছাত্র সংসদ নির্বাচন যেন কোনো অজুহাতে বন্ধ না হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.