চট্টগ্রামঃ শাটল ট্রেনে দুর্বৃত্তদের হামলায় আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন বহন করবে। চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার এ কথা জানান। তিনি বলেন, উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও রেলওয়ে প্রশাসনের সহযোগিতায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা খতিয়ে দেখছেন।
তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে ইতোমধ্যে শাটলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বহিরাগতরা যেন শাটলে উঠতে না পারে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। শিক্ষার্থীদের শাটলে যাতায়াত নিরাপদ করতে বিশ্ববিদ্যালয় প্রদত্ত আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর শাটল ট্রেনে ছিনতাইকারীর খপ্পরে পড়েন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোরসালিন। তার সঙ্গে এক মেয়ে বন্ধুও ছিলেন। তবে ওই বগিতে আর কোনো শিক্ষার্থী ছিলেন না। এই সুযোগে দুজন ছিনতাইকারী বগিতে উঠে ক্যান্টনমেন্ট স্টেশনে আসার আগমুহূর্তে তাদের কাছ থেকে ফোন এবং টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। ভয় পেয়ে আহত শিক্ষার্থীর বান্ধবী ট্রেন থেকে লাফ দেন। পরে ওই ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ টাকা ও ফোন ছিনতাইয়ের সময় ছুরি দিয়ে তার মুখে ও শরীর আঘাত করে। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীর চিল্লাচিল্লিতে ট্রেন থামানো হয়। তবে তার আগেই ছিনতাইকারী দুজন চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.