এইমাত্র পাওয়া

বিদ্যালয়লকে আনন্দময় করে তুলতে ক্লাস পার্টির আয়োজন

ঢাকাঃ শিক্ষার্থীদের কাছে বিদ্যালয়লকে আনন্দময় করে তুলতে ঢাকার ধামরাইতে একটি উচ্চ বিদ্যালয়ে ক্লাস পার্টির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলার নওগাঁও আশরাফ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ভিন্নধর্মী এই আয়োজন করা হয়।

বিদ্যালয়ে কেক কাটার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করা হয়। শিক্ষার্থীদের উৎসাহ দিতে সাংস্কৃতিক পরিবেশনায় স্কুলের শিক্ষক ও অভিভাবকরাও অংশ নেন।

ব্যতিক্রমী এইরকম অনুষ্ঠানে থাকতে পেরে ভীষণ খুশি অষ্টম শ্রেণীর মোসা:রিয়া ও মোসা:আছিয়া ষষ্ঠ শ্রেণি মো. মারুফ হোসেন। শিক্ষার্থীরা বলে, ক্লাস পার্টি আমাদের কাছে অনেক আনন্দের বিষয়। আমাদের শিক্ষক ও অভিভাবকরা আমাদের সঙ্গে আছেন খুব ভালো লাগছে।

এসময় অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিয়া মুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুমিজুর রহমান চৌধুরী রোমা বলেন , শিক্ষাই জাতির মেরুদন্ড তাই সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পরিক্ষার ফলাফল ভাল করতে যেমন নির্ভুলভাবে পড়াশোনা করতে হবে ঠিক তেমনি দেহ ও মনকে উৎফুল্ল রাখতে এ ধরনের ক্লাস পার্টি ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করতে হবে। সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন ও এ্যাডভোকেট জাকির হোসেন জাহাঙ্গীর আলম সহ উপস্থিত ছিলেন এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.