ভোলাঃ ভোলার লালমোহন উপজেলার হাজি নূরুল ইসলাম চৌধুরী কলেজ কর্তৃপক্ষের নানা অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লাঙ্গলখালী এলাকায় কলেজের ভেতরে গিয়ে প্রথমে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সেখানে কলেজের শিক্ষক-কর্মচারীদের বাঁধার মুখে পিছু হটে শিক্ষার্থীরা।
এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের বাইরে গিয়ে প্রধান সড়কের ওপর টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘন্টার মতো সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের সমঝোতায় শিক্ষার্থীরা বিক্ষোভ প্রত্যাহার করেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, পুলিশ, স্থানীয় নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করে বিষয়টি আপাতত মিমাংস করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি-দাওয়া থাকলে সেগুলো পরবর্তীতে আলোচনা সাপেক্ষে সমাধান করে নেবেন কলেজ কর্তৃপক্ষ।
হাজী নূরুল ইসলাম চৌধুরী কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রিয়াজসহ আরো কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এখানে কলেজ কর্তৃপক্ষ সেশন ফি, এডমিট কার্ড, ফরম পূরণ ও ভর্তির নামে অতিরিক্ত অর্থ আদায় করছেন। এছাড়া কম্পিউটার ল্যাবের মালামাল লুটপাটসহ নানা অনিয়ম চলছে এই কলেজে। একইসঙ্গে ডিগ্রির কোনো ক্লাস করা হচ্ছে না। এসব বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুফল পাওয়া যায়নি। যার জন্য গত ১০ ডিসেম্বর উপজেলা শিক্ষা মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ওই স্মারকলিপি দেওয়ায় ক্ষুব্ধ হন কলেজের কতিপয় শিক্ষক।
বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা কলেজে গেলে শিক্ষকরা খারাপ ব্যবহার করে শিক্ষার্থীদের মারতে এগিয়ে যান। যে কারণেই বিক্ষোভ করা হয়েছে। তবে দ্রুত আমাদের দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।
এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল-মামুন। তবে কলেজের আশরাফুল জুলমত উজ্জল নামে এক শিক্ষক জানান, যারা আন্দোলন করেছেন তারা বহিরাগত। একটি স্বার্থান্বেষি মহল কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করতে বহিরাগতদের দিয়ে এসব করাচ্ছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.