এইমাত্র পাওয়া

সব সংস্কারের পর জাতীয় বিশ্ববিদ্যালয় হবে একটি ব্র্যান্ড: উপাচার্য

রাজশাহীঃ প্রয়োজনীয় সব সংস্কার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হবে পরীক্ষা ও সংস্কারের বছর। এ বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, তার সবই আমরা করবো।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পর্যায়ের কলেজ শিক্ষকদের সিপিডি তৃতীয় ব্যাচের পাঁচ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী কলেজে অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ বলেন, এ দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) আয়োজিত প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

আঞ্চলিক পর্যায়ের কলেজ শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩টি সরকারি ও ১৭টি বেসরকারি কলেজের ২৮ শিক্ষক ও ১২ জন শিক্ষিকার অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট তুলে দেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.