বাশার আল-আসাদের পদত্যাগে কুবিতে আনন্দ মিছিল

কুমিল্লাঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়ে গোলচত্ত্বর এসে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘আসাদ থেকে হাসিনা, কোনো স্বৈরাচার টিকে না’, ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’, ‘কাবুল থেকে দামেস্ক, ঢাকা থেকে দিল্লি’, ‘সারা বিশ্বের মুসলিম, এক হও এক হও’, ‘হাসিনা গেছে যেই পথে, বাশার গেছে সেই পথে’ বলে স্লোগান দেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, “সিরিয়ার স্বৈরাচার পতনে আমরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করি। আমাদের সামনে আরো অনেক বিজয় আছে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সবসময় আন্দোলন সংগ্রাম করে যাব। আশা করি, খুব দ্রুত পৃথিবীর সকল স্বৈরাচারের পতন হবে। আমরা সবসময় অত্যাচারীত, নিপীড়িত মানুষের পক্ষে।”

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর গণঅভ্যুত্থানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয় ১৯৭১ সালে। ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল-আসাদ।

২০০০ সালে তার মৃত্যুর পর ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন ছেলে বাশার আল-আসাদ। টানা দুই যুগ শাসনের পর বাশারের পদত্যাগের মধ্য দিয়ে সিরিয়ায় শেষ হয় আাসাদ পরিবারের শাসন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.