এনআইডির ভুল ২ জানুয়ারির আগে সংশোধনের অনুরোধ ইসির

নিউজ ডেস্ক।  জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে নানা কারণে অনেকের নিজের নাম, বাবা-মায়ের নাম কিংবা বয়সেও ভুল রয়ে গেছে। যা সংশোধনে দিনের পর দিন চেষ্টা তদবিরও চালাচ্ছেন ভুক্তভোগীরা। অনেকে আবার প্রয়োজন না দেখা দেওয়ায় ভুলই রেখে দিয়েছেন। তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশকে কেন্দ্র করে দ্রুত পরিচয়পত্রের ভুল সংশোধনের তাদিগ দেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে।

রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরি ভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.