এইমাত্র পাওয়া

জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

ডাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বলকে আহ্বায়ক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান শাহরিয়ার। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাসিম আল তারিক ও ফারহানা বিনতে জিগার ফারিনা। উপদেষ্টা সদস্যের দায়িত্বে রয়েছেন আরিফ সোহেল ও মেহেরাব সিফাত।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মোহাম্মদ ওবায়দুল্লাহ। যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন নাহিদ হাসান ইমন ও ইমরান হোসেন রাহাত। মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন নাকিব আল মাহমুদ অর্ণব। সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন জান্নাত উল ফিরদাউস আঞ্জুম ও মোহাম্মদ রায়হান। মুখপাত্র হিসেবে রয়েছেন মালিহা নামলাহ।

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন– নাফিজ উর রহমান, কাউসার আল আরমান, তানভীর আহমেদ শিহাব, মার্যিউর রহমান চৌধুরী, রাঈদ হোসেন এবং গালিব হাসান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১২/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.