এইমাত্র পাওয়া

ব্রিজ ভেঙে ৬ গ্রামের যোগাযোগসহ নৌচলাচল বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পিরোজপুরঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের বিলডুমরিয়া গ্রামের মালিবাড়ী খালের ওপর নির্মিত ব্রিজটি গত রোববার (১ ডিসেম্বর) সকালে ভেঙে পড়ে। দুর্ভোগে পড়েন কয়েকটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৬ গ্রামের হাজার হাজার মানুষ। এতে বিঘ্নিত হচ্ছে মালবাহী ট্রলার ও নৌকা চলাচল।

জানা গেছে, ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত হয় ব্রিজটি। পুরাতন এই ব্রিজটির ওপরের কাঠের পাটাতন ও লোহার রেলিং খালের মধ্যে নুয়ে পড়েছিল অনেক আগেই।

সরেজমিন দেখা গেছে, ব্রিজের মাঝ বরাবর অংশটি ভেঙে খালে পড়ে গেছে। ব্রিজটি ভেঙে পড়ায় ছাত্র-ছাত্রীদের ঝুঁকি নিয়ে ট্রলারে খাল পারাপার হতে হচ্ছে। ব্রিজটির ভাঙা অংশে কচুরিপানা আটকে থাকায় ট্রলার, নৌকা ওই ব্রিজের নিচ দিয়ে চলাচল করতে পারছে না।

নৌযান চালকরা জানান, ভাঙা অংশ অপসারণ না করলে এই খালে নৌযান চলাচল করা সম্ভব নয়। তাই ভাঙা অংশ দ্রুত অপসারণ করার দাবি জানান তারা।

বিলডুমরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ চন্দ্র মিত্র বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় আমরা ট্রলার দিয়ে শিক্ষার্থীদের পারাপারের ব্যবস্থা করেছি। কিন্তু এটির একটি স্থায়ী সমাধান প্রয়োজন। এখানে শিক্ষার্থীদের পাশাপাশি লোকজন পারাপারের জন্য দ্রুত ব্রিজ নির্মাণ একান্ত প্রয়োজন।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় কয়েক গ্রামের মানুষের এবং শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.