নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. খ. ম. কবিরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এরপর তাকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে প্রশাসনের অনেক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত ছিলেন। এমনকি তারা দীর্ঘ সময়ে একটি পদোন্নতিও পাননি। ড. খ. ম. কবিরুল ইসলামও তাদেরই একজন। ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলে তিনি প্রথমে উপসচিব এরপর যুগ্ম সচিব এবং একই মাসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান।
উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়। ১০ম, ১১তম থেকে ২০তম বিসিএস পর্যন্ত বঞ্চিতদের সংখ্যা কয়েকশ। বর্তমান সরকার তাদের ভেতর সিনিয়র সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত পদোন্নতি দিলেও সচিব পদে পদায়ন করা হয়নি। সরকারের একটি মহল নানা অজুহাতে দক্ষতা থাকা সত্বেও বঞ্চিত কর্মকর্তাদের মধ্য থেকে সচিব পদে পদায়নে বিরোধিতা করেন। ফলে তাদের সচিব পদে পদোন্নতি আটকে যায়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.