এইমাত্র পাওয়া

৩য় শ্রেণির ছাত্রীকে ধ-র্ষ-ণ চেষ্টা, প্রধান শিক্ষক গ্রেফতার

পটুয়াখালীঃ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় পরোয়ানাভুক্ত প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহকে (জাকির সরদার) গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালীর রাঙ্গাবালীতে চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ বৃহস্পতিবার সকালে তাকে গলাচিপা আদালতে প্রেরণ করা হয়।

রাঙ্গাবালীর চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাহাতাব চৌধুরী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওই মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের গত ৩০ মে স্কুলের অফিস কক্ষে নিয়ে তৃতীয় শ্রেণির ৯ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ২৬ নং চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহের বিরুদ্ধে।

এ অভিযোগে গত ১ জুন তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ধর্ষণচেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলাটি করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.