নিজস্ব প্রতিবেদক।।দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের প্রতীক ৩৬ জুলাইকে সবার মধ্যে তুলে ধরার জন্য তারুণ্যের মেলার আয়োজন করা হবে। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথবাক্যা পাঠের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)
মহাপরিচালককে তারুণ্যের মেলা কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ বাস্তবায়নে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী ইয়ুথ ফেস্টিভ্যাল বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে চারটি কর্মসূচি পালন করার নির্দেশনা দেওয়া হলো।
এদিকে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথবাক্যা পাঠের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে সব শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে।
১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হবে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাদ্রাসা ও কারিগরি বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে শিক্ষার্থী কর্তৃক নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথ পাঠ করানোর সিদ্ধান্ত হয়েছে।
এমতাবস্থায় সব শিক্ষা প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত বাস্তবায়নে নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথ পাঠ করতে নির্দেশনা দেওয়া হলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শিক্ষাবার্তা /এ/০৫/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.