এইমাত্র পাওয়া

‘তারুণ্যের মেলা’ আজ শিক্ষা প্রতিষ্ঠানে শপথ পাঠ

নিজস্ব প্রতিবেদক।।দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের প্রতীক ৩৬ জুলাইকে সবার মধ্যে তুলে ধরার জন্য তারুণ্যের মেলার আয়োজন করা হবে। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথবাক্যা পাঠের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)

মহাপরিচালককে তারুণ্যের মেলা কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ বাস্তবায়নে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী ইয়ুথ ফেস্টিভ্যাল বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে চারটি কর্মসূচি পালন করার নির্দেশনা দেওয়া হলো।

এদিকে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথবাক্যা পাঠের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে সব শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে।

১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হবে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাদ্রাসা ও কারিগরি বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে শিক্ষার্থী কর্তৃক নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথ পাঠ করানোর সিদ্ধান্ত হয়েছে।

এমতাবস্থায় সব শিক্ষা প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত বাস্তবায়নে নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথ পাঠ করতে নির্দেশনা দেওয়া হলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাবার্তা /এ/০৫/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.