নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেখালেখি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এই কর্মশালায় ঢাবির শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন।
শাখা সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন তরুণ লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ, তুর্কি চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের সাংবাদিক কামরুজ্জামান বাবলু এবং এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)’র ফ্যাক্টচেক এডিটর কদরুদ্দীন শিশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন।
প্রশিক্ষকরা নবীন শিক্ষার্থীদের লেখালেখির খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন। দেশে এবং দেশের বাইরে বাংলা ও ইংরেজি পত্রিকায় লেখালেখির নিয়ম-কানুন শিখিয়ে দেন। এছাড়া লেখালেখির মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতিতে ভূমিকা রাখার পরামর্শ দেন।
বিশেষ করে টুইটারে সক্রিয় থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে সত্য তথ্য তুলে ধরার পরামর্শ দেন প্রশিক্ষকরা। অনুষ্ঠানে সেরা তিন তরুণ লেখককে সম্মাননা দেওয়া হয়।
শিক্ষাবার্তা /এ/০৫/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.