এইমাত্র পাওয়া

ডেঙ্গুতে নভেম্বরে ১৭৩ জনের প্রাণ গেল

নিজস্ব প্রতিবেদক।। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সদ্যবিদায়ী মাস নভেম্বরে ১৭৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এক মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু। অক্টোবরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছিল মোট ১৩৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ১৫৭ জন ভর্তি হন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৫৫, বরিশাল বিভাগে ৯৮, ঢাকা বিভাগে (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) ৭৫, চট্টগ্রাম বিভাগে ৭২, খুলনা বিভাগে ৬৬, রাজশাহী বিভাগে ২৭, ময়মনসিংহ বিভাগে ১৮ ও রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন সাতজন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯১ হাজার ৪৬৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে অক্টোবরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩০ হাজার ৮৭৯ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নভেম্বরে ভর্তি হন ২৯ হাজার ৬৫২ জন।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫১ নারী ও ২৩৭ পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৯ হাজার ৪১৯ রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হন। এরপর ঢাকা বিভাগের (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হন ১৬ হাজার ৬৪৯ জন। আর তৃতীয় সর্বোচ্চ ১৬ হাজার ১৪৪ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

ডেঙ্গুতে অবশ্য সবচেয়ে বেশি ২০৮ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৮৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে। এর মধ্যে এ রোগে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় ২০২৩ সালে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী ব্যক্তিরা। এ সংখ্যা ১৩ হাজার ১০৩। তবে ডেঙ্গুতে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিদের। এ বয়সী ৪৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

জানুয়ারিতে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন। মৃত্যু হয় ১৪ জনের। পরের মাসে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন। মারা যান তিনজন। মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন, পাঁচজনের মৃত্যু হয়। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৫০৪। মৃত্যু হয় দুজনের। এর পরের প্রতি মাসেই মৃতের সংখ্যা বেড়েছে।

শিক্ষাবার্তা /এ/০১/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.