এইমাত্র পাওয়া

প্রথমবারের মত পুনর্মিলনী করতে যাচ্ছে অ্যাসেড স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অ্যাসেড স্কুল সাভার উপজেলার সকলের পরিচিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান । শিক্ষার্থীদের কৃতিত্ব সহ সকল ক্ষেত্রে রয়েছে প্রতিষ্ঠানটির বেশ সুনাম। ২০০২ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সাভারের অন্যতম খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। যাত্রা শুরুর পর থেকে বর্তমান পর্যন্ত মোট ২০ টি শিক্ষার্থীদের ব্যাচ এই প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক সম্পন্ন করেছে। 

প্রায় ২০ টি ব্যাচের যাত্রা শেষে প্রাক্তন শিক্ষার্থীদের আগ্রহ প্রকাশের পরে  উদ্যোগ নেওয়া হয় রিইউনিয়ন এবং অ্যাসেড অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের। রিইউনিয়নের মূল উদ্দেশ্যই হবে অ্যাসোসিয়েশনের মাধ্যমে সেই চিরচেনা অ্যাসেড কে আগের রূপে ফিরিয়ে আনা,সকল ব্যাচ এর শিক্ষার্থীদের সাথে বদ্ধন তৈরি  এবং সব শেষে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত বিষয়ে সম্মানিত শিক্ষক বৃন্দদের সাথে পরামর্শ করে প্রতিষ্ঠানটিকে উন্নতির শীর্ষে নেওয়ার চেষ্টা।

রিইউনিয়ন সফল করতে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের মেধা এবং পরিশ্রম দিয়ে দিনটি সফল করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে । সেই সাথে প্রথম থেকেই প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষকবৃন্দ তাদের পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে যাচ্ছে সকল বিষয়ে। পরিকল্পনা শেষে প্রাথমিক ধারণা এবং পূর্ণাঙ্গ সম্মতির জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব নুরুজ্জামান তালুকদার বরাবর গেলে তিনি সাদরে তা গ্রহণ করেন এবং পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এ বিষয়ে প্রাক্তন এক শিক্ষার্থী বলেন, আমরা চাই শতভাগ অংশগ্রহণ। সকলের অংশগ্রহণ আর সহযোগিতায় সেই পুরোনো চিরচেনা অ্যাসেড কে আবার ফিরে পেতে চাই এবং তিনি আরো বলেন, রিইউনিয়নে বেশ কিছু চমক থাকছে তাই বলবো সকলেই যাতে এটিতে অংশগ্রহণ করে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.