নিজস্ব প্রতিবেদক।।দুই ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আবেদন আজ শনিবার থেকে শুরু হচ্ছে। চলবে ১৪ ডিসেম্বর বিকাল ৩টা পর্যন্ত।
আজ সকাল ১০টা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। ১৫
ডিসেম্বর বিকাল ৩টা পর্যন্ত মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তির আবেদন ফি জমা দেওয়া যাবে।
জানা যায়, আবেদনকারীদের অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। পরবর্তী সময় যেসব আবেদনকারী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবেন, তাদের ‘ক’ গ্রুপের জন্য ৮০০ টাকা এবং ‘খ’ গ্রুপের জন্য ১০০০ টাকা প্রদান করতে হবে। এ টাকা জমা দিয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরবর্তী সময় মূল ভর্তি পরীক্ষার আগে আর কোনো ফি দিতে হবে না।
বিগত বছরের মতো এবারও দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৩ জানুয়ারি ও চূড়ান্ত পরীক্ষা ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বুয়েট ভর্তির ওয়েবসাইট (যঃঃঢ়://ঁমধফসরংংরড়হ.নঁবঃ.ধপ.নফ)-এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। চলতি শিক্ষাবর্ষে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলো ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৩০৯টি আসন রয়েছে।
শিক্ষাবার্তা /এ/৩0/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.