এইমাত্র পাওয়া

উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীসহ ৬২ প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিএনপি সংবিধান সংস্কার কমিশনের কাছে ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে, যার মধ্যে উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী পদ রাখার প্রস্তাবও রয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের কাছে এই প্রস্তাবনাগুলোর লিখিত কপি জমা দেয়।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে, যা তফসিলসহ নানা বিষয় নিয়ে বিস্তৃত। তিনি বলেন, প্রস্তাবনায় বিপ্লব ও বর্তমান বাস্তবতার মধ্যে সমন্বয় এবং একনায়কতন্ত্রেরোধে সুপারিশ করা হয়েছে। এছাড়া জুডিশিয়ারির ক্ষেত্রেও কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “উপ-রাষ্ট্রপতি এবং উপ-প্রধানমন্ত্রী পদ রাখার প্রস্তাবও রয়েছে। আমরা নির্বাহী, বিচার এবং আইনসহ সব বিষয়ে প্রস্তাবনা দিয়েছি, যাতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে।”

বিএনপি নেতা জানান, এসব প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশন সরকারের কাছে উপস্থাপন করবে, এবং কোনো বিষয়ে দ্বিমত থাকলে পরবর্তীতে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে।

অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের জানান, প্রস্তাবনা এখনও তারা পর্যালোচনা করেননি, তবে সবাই মিলে আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। তিনি বলেন, “আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আমাদের সুপারিশগুলো করতে চাই। নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে, এবং আমরা সারাংশ নিয়ে কাজ করবো।”

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.