এইমাত্র পাওয়া

প্রত্যন্ত অঞ্চলে জ্ঞানের আলো ছড়াচ্ছে এ.কে.এম. দুলাল ডিগ্রি কলেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অজপাড়া গাঁয়ে শিক্ষার আলো ছড়াচ্ছে এ.কে.এম. দুলাল ডিগ্রি কলেজ। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এ.কে.এম. দুলাল কর্তৃক ২০২০ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০২৪ সালে প্রথমবারের মত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাশের হারে সাফল্য বয়ে এনেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, এ.কে.এম. দুলাল শরীফপুর গ্রামের হাজী মো: ছন্দু মিয়া (মৃত) ও মাতা- মরিয়ম নেছা দম্পতির সন্তান। শিক্ষানুরাগী এই ব্যক্তির শিক্ষাজীবনে লালপুর এস,কে, দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পরবর্তীতে ঢাকা টেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা কৃতিত্বের সহিত সম্মপন্ন করেন। পরবর্তীতে ব্যবসায়িক কাজে বিদেশ চলে যান এবং ব্যবসার পরিধি বৃদ্ধি হওয়ার কারণে সৌদি, দুবাই, কুয়েত, কাতার ও ওমানসহ কয়েকটি দেশে নিয়মিত ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পরেন। একেএম দুলাল এর ছোট বেলা থেকে স্বপ্ন ছিল নিজ এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠা করার। এই এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থাকলেও ছিল না কোনো কলেজ। শিক্ষার্থীদের দূরে গিয়ে পড়াশোনা করতে হয়।  প্রায় দুই যুগ ব্যবসা করার পর তাঁর নিজস্ব অর্থায়নে কলেজ করার সিদ্ধান্ত নেন এবং শরীফপুর গ্রামে প্রায় ২৫০ শতাংশ ফসলি জমি ক্রয় করে সেই জমি বালি দিয়ে ভরাট করে এ.কে.এম. দুলাল ডিগ্রি কলেজ নামে একটি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ধীরে ধীরে একটি পুর্নাঙ্গ কলেজ হিসেবে ২০২২ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পান।

বর্তমানে কলেজটিতে প্রায় ২০০ শিক্ষার্থী পাঠদান করছেন। প্রথমবারের মত ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কলেজটির পাশের হার ৮২ শতাংশ।  ধীরে ধীরে এক শিক্ষানুরাগীর হাত ধরে গড়ে উঠা এই কলেজটি শুধু আশুগঞ্জ উপজেলাতেই নয় পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে জায়গা করে নিচ্ছে। 

জানা গেছে, একেএম দুলাল ডিগ্রি কলেজের সভাপতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সাবেক সচিব এবং বাংলাদেশ কর্মকমিশনের সাবেক সদস্য খলিলুর রহমান এবং কলেজটির পরিচালনা কমিটিতে রয়েছেন সাবেক, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম এবং  উপ সচিব ড. সঞ্জিব সুত্রধরসহ আরও অনেকে। 

বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থীর বিপরীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসা ১৪ জন শিক্ষক পাঠদান করাচ্ছে প্রতিষ্ঠানটিতে। 

কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আশা, প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি যেভাবে সফলতার মুখ দেখছে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে একদিন কলেজটি শুধু আশুগুঞ্জ কিংবা ব্রাহ্মণবাড়িয়া নয় পুরো কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রথম সারির কলেজে পরিণত হবে। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.