এইমাত্র পাওয়া

বিশৃঙ্খল ঘটনায় নটর ডেমের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে: কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক।। দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান অস্থিরতা, বিশৃঙ্খলা এবং হামলা-প্রতিহামলার ঘটনার জন্য গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে নটর ডেম কলেজ কর্তৃপক্ষ। একইসঙ্গে এসব বিশৃঙ্খলার ঘটনায় নটর ডেম কলেজের কোনও শিক্ষার্থী সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ কামনা করি, যেখানে আমাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে সুষ্ঠুভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে। গত কয়েকদিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলো দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার পক্ষ এবং দায়িতপ্রাপ্ত ব্যক্তিদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা জরুরি।

হেমন্ত পিউস রোজারিও বলেন, ‘নটর ডেম কলেজ দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চায়, যদি আমাদের কোনও শিক্ষার্থী এ সব ঘটনায় সম্পৃক্ত থাকে, তবে তাকে কলেজের শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হবে। তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেবো। আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা ইতোমধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।’

হিংসা, রক্তপাত এবং ভাঙচুর কোনও সমস্যার সমাধান হতে পারে না জানিয়ে বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা কেউ কারও প্রতিপক্ষ নয় বরং পরস্পরের বন্ধু। তাই আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.