নিউজ ডেস্ক।।
বিদেশি শিক্ষার্থীদের জন্য দেশের সরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার ১৭৬ আসনে মেডিকেল ও ডেন্টালের ৪০ আসনে বিদেশি শিক্ষার্থী ভর্তি নেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচটি সংরক্ষিত সিটসহ বিদেশিদের জন্য মোট ২২১টি আসন রয়েছে। সংশ্লিষ্ট দেশের মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ১৫ জানুয়ারির মধ্যে তাদের আবেদন করতে হবে। এরপর আর আবেদনপত্র গ্রহণ করা হবে না। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এসব আবেদন যাচাই-বাছাই করবে।
দেশের শিক্ষার্থীদের জন্য মেডিকেল ও ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী ৮ ডিসেম্বর। আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। আর এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর এ তথ্য জানান।
এমবিবিএস ভর্তি আবেদন চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। দেশের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদনের ক্ষেত্রে দুই সপ্তাহেরও বেশি সময় পাবেন।
পরীক্ষার সময় আগের মতোই এক ঘণ্টা। সিলেবাসও কোনো পরিবর্তন হয়নি। নম্বর বিন্যাস আগের মতোই থাকছে। আগামী বছরের ১৭ জানুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে। আর ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.