নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সভাপতি পদে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও তার মনোনীত অনূন্য ৯ম গ্রেডে কর্মরত সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে একজন প্রতিনিধির কথা বলা হয়েছে।
গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন বিষয়ে গত ২০ আগস্টের জারি করা
প্রজ্ঞাপনের (ক) অনুচ্ছেদের শেষাংশের ‘উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে; এবং’ শব্দগুলো নিম্নোক্ত শব্দাবলি দিয়ে প্রতিস্থাপন করা হলো।
বর্তমান শব্দাবলি -উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে; এবং। প্রতিস্থাপিত শব্দাবলি- উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার-উপজেলা পর্যায়ে অন্যূন ৯ম গ্রেডে কর্মরত সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত প্রতিনিধিকে, এবং।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.