এইমাত্র পাওয়া

চিন্তায় শিক্ষা উপদেষ্টা

রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে গত কয়েকদিন থেকে একের পর এক আন্দোলন, সংঘাত ও নৈরাজ্যের পাশাপাশি দাবি আদায়ের আন্দোলন নিয়ে বিভিন্ন গোষ্ঠীর অবরোধের মত বিক্ষোভ কর্মসূচির সমাধান কীভাবে হবে তা নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, “এগুলোর সমাধান কী করে হবে…আমি তো একলা এগুলোর সমাধান করতে পারছি না।”

নগরীতে বিভিন্ন ধরনের আন্দোলন ঘিরে ‘আতঙ্কজনক পরিস্থিতি তৈরি’ হওয়ার কথা তুলে ধরে এ নিয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে আসেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা।

এ বিষয়ক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেকবার বলা হয়েছে যে শুধু শিক্ষার্থী না, শ্রমিকরা, শিক্ষার্থীরা, শিক্ষকদের নানা প্রতিষ্ঠান, সংগঠন ঢাকা শহরে তো শুধু শিক্ষার্থীদের না, অনেক সংগঠন, বহু বহু ধরনের সংগঠনগুলো আন্দোলন চালাচ্ছে, রাস্তার পাশে দেখা যাচ্ছে। কখনও রাস্তা অবরোধ করছে।

“এগুলোর সমাধান কী করে হবে…আমি তো একলা এগুলোর সমাধান করতে পারছি না। তবে নীতিগতভাবে যেগুলো ন্যায্য দাবি সেগুলো আমার পক্ষ থেকে ছাত্রদের কাছে আহ্বান করেছি, তোমরা তোমাদের দাবি নিয়ে আসো। যেগুলো ন্যায্য দাবি সেগুলো পূরণ করা হবে, রাস্তায় নামতে হবে না।”
ন্যায়’ হওয়ায় সেসব দাবি’ মেনে নেওয়ায় এরইমধ্যে অনেকগুলো আন্দোলন থেমে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

এর ব্যাখ্যায় তিনি বলেন, “কারণ আমি বলেছি ওগুলো ন্যায্য দাবি এবং এগুলোর আন্দোলন ন্যায্য।”

সাংবাদিকদের সঙ্গে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ যখন এ নিয়ে কথা বলছিলেন, তখন ঢাকার ডেমরায় বেসরকারি মাহবুবুর রহমান মোল্লা কলেজে গিয়ে হামলা চালিয়েছে সোহরাওয়ার্দী ও নজরুল কলেজের শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা সংঘর্ষের পর মোল্লা কলেজের পরিস্থিতি শান্ত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.