বৃহস্পতিবার ঢাকা কলেজ ও সিটি কলেজে সব ক্লাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক।। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের সব ক্লাস বন্ধ থাকবে। অনিবার্য কারণবসত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ও সিটি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকা কলেজের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সব ক্লাস বন্ধ থাকবে। তবে অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং নির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে সিটি কলেজের বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবসত বৃহস্পতিবার সব ক্লাস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে বুধবার দুপুর থেকে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। তিন ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। এতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের বেশকিছু শিক্ষার্থী আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন।

শিক্ষাবার্তা /এ/২০/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.