নিজস্ব প্রতিবেদক।।কথায় কথায় দাবি আদায়ের নামে চলছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, শ্রমিক, রিকশাচালক, আনসার সদস্য, সাংস্কৃতিক কর্মীসহ নানা পেশার লোকজন তাদের দাবি আদায়ে রাস্তায় নামছেন। এর ফলে প্রায় প্রতিদিনই রাজধানীজুড়ে দেখা দিচ্ছে চরম যানজট।
এতে অসহনীয় ভোগান্তিতে পড়ছে রাজধানীবাসী। গতকালও ঘটেছে এমন ঘটনা। এদিন রাজধানীর মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে মহাখালী, মোহাম্মদপুর, আগারগাঁও, মিরপুর, গাবতলী ও ডেমরা এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অন্যান্য স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাখালী এলাকায় রেল ক্রসিংয়েও অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা।
এতেও ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত বুধবার রাজধানীর সায়েন্সল্যাবে রাস্তা অবরোধ করে সংঘর্ষে জড়িয়ে পড়েন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এদিকে সোমবার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় মহাখালী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকের সড়কে দুই পাশেই সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়ে মানুষ।
এ ছাড়া রেলপথ অবরোধের ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়। এদিকে সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন ৩৫ প্রত্যাশীরা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সায়েন্সল্যাব, গুলিস্তান, মহাখালী অবরোধ করেন ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। চাকরি জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। এ ছাড়াও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা।
দাবি আদায়ের লক্ষ্যে করা এসব অবরোধের ফলে নিয়মিতই তীব্র যানজট লেগে থাকছে রাজধানীজুড়ে। এতে ভোগান্তিতে পড়ছে নগরবাসী। অসহনীয় যানজটে দুর্বিষহ হয়ে উঠছে চাকরিজীবীসহ প্রায় সব শ্রেণির মানুষের জীবন।
ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকতে হচ্ছে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের। উপায় না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিতে বাধ্য হচ্ছে যাত্রীরা। এ ছাড়া রেলপথ অবরোধের ফলে সারা দেশে ট্রেনের চরম শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সারা দেশের ট্রেনযাত্রীরা।
শিক্ষাবার্তা /এ/২২/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.