এইমাত্র পাওয়া

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন

ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরীক্ষার্থীবৃন্দ। রোববার (১৭ নভেম্বর) প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে পরীক্ষার্থীদের পক্ষে ইলিয়াস হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি। আন্দোলনে অংশগ্রহণ করার কারণে দীর্ঘদিন নিজেদের ঘরে থাকতে পারিনি। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, আন্দোলনকারী ছাত্র সমাজ আজ এনটিআরসিএর মাধ্যমে বৈষম্যের শিকার হচ্ছে।

তিনি বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সব বিষয় পাস নম্বর হিসেবে ৪০ বিবেচনা করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক পরীক্ষার্থী ১০০ নম্বরের সঠিক পরীক্ষা দিয়েও লিখিত পরীক্ষায় ফলাফলে অকৃতকার্য দেখানো হয়েছে। অথচ আমাদের অনেক সহপাঠী মাত্র ৪০ নম্বর উত্তর করেছে কিন্তু তাদেরই ফলাফলের তালিকায় নাম এসেছে। যা কোনো বড় ধরনের ভুল ছাড়া হওয়ার কথা নয়। আমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করতে হবে।

এ সময় তারা যেসব দাবি উপস্থাপন করেন সেগুলো হলো-

১. ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলমান অবস্থায় দ্রুততম ভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করতে হবে।

২. এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এবং যুগ্ম সচিব নূরে আলম সিদ্দিকীকে পদত্যাগ করতে হবে।

৩. পূর্ণাঙ্গ ফলাফল রোল নম্বর উল্লেখসহ এনটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

৪. পরীক্ষার্থীদের খাতা অন্য কোনো খাতার সঙ্গে সংযুক্ত করে অকৃতকার্য করা হয়েছে কি না তা তদন্ত করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.