নিজস্ব প্রতিবেদক।।অপরাধ নিয়ন্ত্রণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের (ওসি) পুরস্কার পেয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান।
শনিবার (১৬ নভেম্বর) আইজিপি মো. ময়নুল ইসলাম এনডিসি তার হাতে এই পুরস্কার তুলে দেন।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অপহরণ, চাঞ্চল্যকর হত্যাকণ্ডের দ্রুত সময়ে রহস্য উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার, অপরাধ দমন এবং সর্বাধিক ওয়ারেন্ট তামিল লক্ষ্য পূরণ করাসহ ভালো কাজের বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে শ্রেষ্ঠ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. সাদ্দাম হোসেন ও অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হাফিজুর রহমান। তাড়া দুজন ডিএমপির উত্তরা বিভাগের পুলিশ সদস্য।
পুরস্কার পেয়ে হাফিজুর বলেন, থানায় সেবার আরও বৃদ্ধি করা এবং থানাকে সবার আস্থার জায়গায় নিয়ে যাওযায়াই হবে আমার প্রধান কাজ।
শিক্ষাবার্তা ডটকম/এ/১৭/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.