ঢাকা: চীনের জিয়াংসু ইউনিভার্সিটি প্রেসিডেনশি য়াল স্কলারশিপ ২০২৫-২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
জিয়াংসু ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঝেনজিয়াং মেডিকেল কলেজ ও ঝেনজিয়াং টিচার্স কলেজের সমন্বয়ে ২০০১ সালে দেশটির সরকারের অনুমোদন পায়। বিশ্ববিদ্যালয়টিতে ১০টি একাডেমিক ফিল্ডে ৮৮টি স্নাতক প্রোগ্রাম, ১৭০টি মাস্টার্স প্রোগ্রাম
ও ৪২টি পিএইচডি প্রোগ্রাম অফার করে।
সুযোগ-সুবিধা
মাস্টার্স প্রোগ্রামের প্রার্থীদের জন্য ২৫ হাজার চায়নিজ ইউয়ান (৪ লাখ ১৪ হাজার ২৩১ টাকা), পিএইচডি ডিগ্রির প্রার্থীদের জন্য টিউশন ও আবাসন ফি হিসেবে ৫ হাজার চায়নিজ ইউয়ান (৮২ হাজার ৮৪৬ টাকা) ও বসবাসের ভাতা হিসেবে আরও ৫ হাজার চায়নিজ ইউয়ানের ব্যবস্থা রয়েছে। আর ব্যাচেলর প্রোগ্রামের জন্য রয়েছে ১০ হাজার চায়নিজ ইউয়ান।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
পাসপোর্টের বৈধ কপি, ডিগ্রির ট্রান্সক্রিপ্ট, ডিগ্রির সার্টিফিকেট, ইংরেজি ভাষার দক্ষতার প্রশংসাপত্র, পারিবারিক আর্থিক বিবৃতি, গবেষণা প্রস্তাব (শুধু মাস্টার্স এবং পিএইচডি) ও দুটি রিকমেন্ডেশন লেটার।
আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে স্নাতকের প্রার্থীদের বয়সসীমা ২৫ বছর, মাস্টার্স ৩০ বছর ও পিএইচডির ৪০ বছরের কম হতে হবে।
অধ্যয়নের বিষয়গুলো
ইঞ্জিনিয়ারিং, বিমা, আর্থিক ব্যবস্থাপনা, অর্থনীতি, হিসাববিজ্ঞান, পরিসংখ্যান, অটোমেশন, ব্যবসা-বাণিজ্য, বিপণন, মানবসম্পদ, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে স্নাতক
এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৪ জুলাই, ২০২৫
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.