নিজস্ব প্রতিবেদক।।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার ভর্তি পরীক্ষার উপকমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন্ন ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়েছে। ভর্তি কমিটির সভায় এই সুপারিশ বিবেচনা করা হবে। ঐ সভায় ভর্তিসংক্রান্ত অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
শিক্ষাবার্তা ডটকম/এ/০৬/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.